গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে ফুঁসে উঠছে দেশবাসী

সংগৃহীত ছবি

জাতীয়

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে ফুঁসে উঠছে দেশবাসী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৩ জুলাই, ২০১৯

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে ফুঁসে উঠছে দেশবাসী। বিক্ষুব্ধ জনতাকে নিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছে রাজনৈতিক দলগুলো। গতকাল মঙ্গলবার সারা দেশে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। তবে শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ তাদের। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণকে কষ্টে ফেলতেই ভোক্তা পর্যায়ে গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে। সরকার এ সিদ্ধান্ত বাতিল না করলে বিএনপি আন্দোলন গড়ে তুলবে।

এদিকে, ঢাকায় পৃথকভাবে কর্মসূচি পালন করেছে নাগরিক ঐক্য, বামদলসহ বিভিন্ন সংগঠন। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, গ্যাসের দাম বাড়ানোর বিরুদ্ধে মানববন্ধনের মাধ্যমে আমরা আন্দোলন শুরু করলাম। জনগণের ওপর সরকার যেভাবে নির্যাতন চালাচ্ছে, তার বিরুদ্ধে ঘরের মধ্যে নয়, আসুন আমরা রাজপথে নামি।

গত ৩০ জুন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিশন জানায়, গ্যাসের দাম ৩২ দশমিক ৮ শতাংশ বাড়ানো হয়েছে। ১ জুলাই (গতকাল) থেকে এই দাম কার্যকর হয়েছে। এই দাম অনুযায়ী এক চুলার জন্য গ্রাহকদের ৭৫০ টাকার বদলে ৯২৫ টাকা এবং দুই চুলার গ্রাহকদের ৮০০ টাকার বদলে ৯৭৫ টাকা করে গুনতে হবে। আবাসিকে প্রিপেইড মিটারে প্রতি ঘনমিটার ১২ দশমিক ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। এ সিদ্ধান্তের পরই দলগুলো প্রতিক্রিয়া জানায়, অনৈতিকভাবে সরকার গ্যাসের দাম বাড়িয়েছে।

রাজধানী : গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক ঐক্য আয়োজিত সমাবেশে মাহমুদুর রহমান মান্না বলেন, আমাদের রাজনৈতিক সহযোগী বাম দল এই অন্যায়ের প্রতিবাদে রোববার হরতাল ডেকেছে। তাদের হরতালকে সমর্থন জানাচ্ছি। তাদের হরতাল আহ্বান যৌক্তিক। জাতীয়ভাবে সবার হরতালের সমর্থনে রাস্তায় নামা উচিত।

তিনি বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট এবং তার শরিক দলগুলো গ্যাসের দাম বাড়ানোর এই অন্যায়ের প্রতিবাদ করেছে। আমরা বাম দলের হরতাল সমর্থন করছি। আমরা সক্রিয়ভাবে সেদিন রাজপথে নামব। তার সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলগুলোকে বলি, এটা ডান-বামের প্রশ্ন নয়। এটা গ্যাসের প্রশ্ন, জনগণের প্রশ্ন, মানুষের বাঁচার প্রশ্ন। তাই সবাই মিলে আসুন ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলি।

গত সোমবার ঘোষিত সারা দেশে বিএনপির বিক্ষোভ কর্মসূচি গতকাল সারা দেশে পালিত হয়েছে। তাদের দাবি ছিল গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত পরিবর্তন এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি। রাজধানীতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়েছে। বিএনপির দাবি বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশ তাতে বাধা দিয়েছে। পুলিশি বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল করেছে সিলেট, গাইবান্ধা, নাটোর, জামালপুর, রাজশাহী, খুলনাসহ দেশের বিভিন্ন জেলা ও থানা বিএনপি।

আমাদের সিলেট ব্যুরো প্রধান জানিয়েছেন, নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে মিছিলটি নগরীর চৌহাট্টা শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেকের পরিচালনায় অনুষ্ঠিত মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন  বিএনপির কেন্দ্রীয় সহক্ষুদ্র ঋণবিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিলেট মহানগর বিএনপি সহ-সভাপতি হুমায়ুন কবির শাহীন, সালেহ আহমদ খসরু, কাউন্সিলার ফরহাদ চৌধুরী শামীম, রেজাউল হাসান কয়েস লোদী, জিয়াউল হক জিয়া, আব্দুস সাত্তার, সুদীপ রঞ্জন সেন বাপ্পু।

গাইবান্ধা প্রতিনিধি জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মঈনুল হাসান সাদিকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল মান্নান সরকার, পৌর বিএনপির সভাপতি শহীদুজ্জামান শহীদ, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান নাদিম প্রমুখ।

নাটোর প্রতিনিধি জানান, পুলিশি বাধার মুখেই প্রতিবাদ সমাবেশ করেছে নাটোর জেলা বিএনপি। শহরের আলাইপুর এলাকায় দলের অস্থায়ী কার্যালয়ে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শহিদুল ইসলাম বাচ্চুু, সাধারণ সম্পাদক আমিনুল হক, প্রচার সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহীনসহ জেলা, থানা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের নেতারা।

বগুড়া প্রতিনিধি জানান, পুলিশি বাধায় বিক্ষোভ মিছিল করতে পারেনি বগুড়া বিএনপি। তবে শহরের নবাববাড়ী রোডে দলীয় কার্যালয়ের সামনেই বিক্ষোভ করেছে স্থানীয় কয়েকশ নেতাকর্মী। জামালপুর প্রতিনিধি জানান, জেলা শহরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads