গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পূর্ব বাকাই গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী রনি মোস্তফাকে পিটিয়ে গুরুত্বর আহত করা হয়েছে। স্থানীয়রা আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
বুধবার সকালে আহত রনি মোস্তফা অভিযোগ করে বলেন, আমার স্ত্রী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক। সেই সুবাধে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে লোক নেওয়ার জন্য গত বুধবার বিকেলে পূর্ব বাকাই এলাকায় দাওয়াত দেওয়ার জন্য গেলে স্থানীয় বিএনপি নেতা জহির তালুকদার, জসিম তালুকদার ও জুলহাসের সাথে বাগবিতন্ডা হয়। একপর্যায়ে তাকে রনি) পিটিয়ে গুরুত্বর আহত করা হয়। মারধরের বিষয়টি স্বীকার করে জসিম তালুকদার বলেন, এটা দলীয় কোন কোন্দল না। অভিযোগকারী রনি মোস্তফা আমার আত্মীয়। আমরাও আওয়ামী লীগ পরিবারের সন্তান। আমার মুক্তিযোদ্ধা পিতাকে নিয়ে কটুক্তি করায় শুধু একটি ঘুষি দেয়া হয়েছে। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই মজিবর রহমান জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।