গেল বছর খুব ভালো কেটেছে

পূজা চেরী

ছবি : সংগৃহীত

শোবিজ

গেল বছর খুব ভালো কেটেছে

  • আল কাছির
  • প্রকাশিত ৩ জানুয়ারি, ২০১৯

পূজা চেরী। ২০১৮ সালের আলোচিত চিত্রনায়িকাদের মধ্যে অন্যতম। গেল বছর তিনটি ছবি মুক্তি পেয়েছে তার। তিনটি ছবিই আলোচনায় নিয়ে এসেছে পূজা চেরীকে। ২০১৯ সালের পরিকল্পনা ও বিভিন্ন বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন আল কাছির

 

২০১৯ সালের পরিকল্পনা-

এ বছর আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর। বছরের শুরুতেই মুক্তি পাচ্ছে ‘প্রেম আমার টু’ ছবিটি। ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে এটি। তার পর পরই আমার মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। এখন পরীক্ষা নিয়েই ভাবছি। দেখা যাক কী হয়, আশা করছি ভালোই হবে। শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা, তাই এখন শুধু এটা নিয়েই সব ভাবনা-চিন্তা। পরীক্ষা শেষ করে ক্যারিয়ারের বাকি পরিকল্পনা করব।

পরীক্ষার প্রস্তুতি-

আলহামদুলিল্লাহ ভালো। সবগুলো বিষয়ের সাজেশন কমপ্লিট করে ফেলেছি। এখন রিভিশন চলছে। আশা করছি ভালোভাবে পরীক্ষা শেষ করতে পারব। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন ভালো ফলাফল করতে পারি।

‘প্রেম আমার টু’-

‘প্রেম আমার’ ছবিটি পরিচালক রাজ চক্রবর্তীর ড্রিম প্রজেক্ট ছিল। ‘প্রেম আমার টু’ ছবিটিও তার ড্রিম প্রজেক্ট। যদিও ছবিটি পরিচালনা করেছেন বিদুলা ভট্টাচার্য্য। রাজ চক্রবর্তী পুরো সময় আমাদের টিমের সঙ্গে ছিলেন। ছবির ডাবিং এবং পোস্টার শুটে যখন গিয়েছি তখন অনেকেই বলেছেন- ‘প্রেম আমার টু’ ভালো ছবি হয়েছে। লোকের মুখে শুনতে শুনতেই কিন্তু প্রত্যাশা বেড়ে যায়। আমারও তাই হয়েছে। আমার বিশ্বাস, পূজা-আদৃত জুটির এ ছবিটি দর্শক গ্রহণ করবেন।

সিয়াম নাকি আদৃত-

আমি দুজনকেই এগিয়ে রাখব। দুজনের জায়গায় দুজন ঠিকই আছে। দুজন একই রকম (হা হা হা)। সিয়াম খুব ভালো মানুষ। যদি একান্তই এগিয়ে রাখতে হয় আমি সিয়ামকে এগিয়ে রাখব। কারণ সে আমার দেশের। বাংলাদেশের মানুষ আমি বাংলাদেশিকেই এগিয়ে রাখব।

২০১৮ সালের প্রাপ্তি ও অপ্রাপ্তি-

আসলে ২০১৮ সালের কাছে আমি খুবই ঋণী। কারণ, গেল বছর প্রথম দিকে মুক্তি পেয়েছে আমার ‘নূরজাহান’ ছবিটি। তারপর ‘পোড়ামন-২’ ও ‘দহন’ মুক্তি পেয়েছে। প্রযোজকের মুখে শুনেছি তিনটি ছবিই খুব ভালো হয়েছে। সত্যি আমি খুব ঋণী ২০১৮ সালের কাছে। গেল বছর আমার খুব ভালো কেটেছে। গ্রেট ইয়ারও বলতে পারেন আমার জন্য। ২০১৮ সালে আমার প্রাপ্তিই বেশি, যা পেয়েছি অনেক ভালো পেয়েছি। তবে ইচ্ছা ছিল আমার চারটি ছবি একই সালে মুক্তি পাওয়ার। অপ্রাপ্তির খাতায় শুধু এটাই যোগ হয়েছে। যাই হোক, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। হয়তো ২০১৯ সালটা আমার আরো ভালো কাটবে। দেখা যাক।

সরকারের কাছে আপনার প্রত্যশা-

আমাদের দেশের আরো উন্নয়ন হবে- এই সরকারের কাছে আমার এটাই আশা। গেল বছরের তুলনায় আরো বেশি উন্নতি হবে আমাদের দেশের। আমি চাই আমার দেশ যেন সামনে এগিয়ে যায়। আর আমাদের চলচ্চিত্রের কিংবদন্তি, ‘মিয়াভাই’ খ্যাত চিত্রনায়ক ফারুক এমপি হয়েছেন, উনার কাছে আমার প্রত্যাশা হলো- উনার হাত ধরেই চলচ্চিত্র এগিয়ে যাবে। আমাদের চলচ্চিত্রের আরো সুদিন ফিরে আসবে উনার হাত ধরে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads