তথ্যপ্রযুক্তি

গুগল ডুয়োতে গ্রুপ কলিং ফিচার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২ জানুয়ারি, ২০১৯

ভিডিও চ্যাটের জন্য গুগলের অ্যাপ ডুয়োতে গ্রুপ কলিং ফিচার যুক্ত করা হতে পারে। বর্তমানে ফিচারটি নিয়ে পরীক্ষা চালাচ্ছে গুগল। এরই মধ্যে কিছু ব্যবহারকারীর জন্য ডুয়োর সর্বশেষ সংস্করণে পরীক্ষামূলকভাবে এটি চালু করা হয়েছে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশের এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্রুপ কলিং ফিচারের মাধ্যমে আপাতত একসঙ্গে সর্বোচ্চ সাতজন পর্যন্ত কথা বলতে পারবেন। তবে এর জন্য শুরুতেই একটি গ্রুপ খুলে নিতে হবে। এছাড়া গ্রুপ কল চলাকালীন সময়ে নতুন করে কাউকে যুক্ত করার সুবিধাও আপাতত থাকছে না।

এর পাশাপাশি লো-লাইট মোডও যুক্ত করা হতে পারে এতে। এর ফলে অল্প আলোতে করা ভিডিও চ্যাটিংয়েও একে অন্যকে দেখতে পারবে স্পষ্টভাবে।

ফিচারগুলো কবে নাগাদ সবার জন্য চালু করা হতে পারে সে ব্যাপারে এখনো কিছু জানায়নি গুগল। এছাড়া ডুয়োর সর্বশেষ সংস্করণ ইনস্টল করলেও আপাতত ফিচারগুলো পাওয়া যাবে না।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads