গলাচিপায় শাহীন শাহ্কে গণসংবর্ধনা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

গলাচিপায় শাহীন শাহ্কে গণসংবর্ধনা

  • গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ৩ মার্চ, ২০১৯

পটুয়াখালীর গলাচিপায় উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নৌকা মার্কার প্রার্থী মু. শাহীন শাহ্কে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। আজ রোববার দুপুর ১২টায় পৌর ফেরী ঘাট থেকে তৃণমূল আওয়ামী লীগ নেতা- কর্মীরা কেন্দ্রীয় এ নেতাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে মিছিলসহ পৌর সদর রোড হয়ে পৌর মঞ্চ চত্তরে এসে উপস্থিত হন।

গণসংবর্ধধনায় প্রধান অতিথির বক্তব্যে মু. শাহীন শাহ্ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে বিজয়ের মধ্যে দিয়ে বাঙ্গালীর ভাত, কাপড়, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা সহ মৌলিক চাহিদাগুলো পূরণ করে বাঙ্গালী যাতে একটি সুখী সমৃদ্ধি জীবন যাপন করতে পারে তার জন্য বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আপনারা নৌকার পাশে থাকবেন ।

গলাচিপা উপজেলা আওয়ামী লীগ সভাপতি প্রফেসর সন্তোষ দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ গণসংবর্ধনায় উপস্থিত ছিলেন পৌর মেয়র আহসানুল হক তুহিন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মু. রেজাউল করিম, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. মানিক মিয়া প্রমুখ।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads