আইন-আদালত

গফরগাঁওয়ে শিক্ষককে হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১০ অগাস্ট, ২০২৩

আব্দুল মান্নান পল্টন,ময়মনসিংহ ব্যুরো:
ময়মনসিংহে গফরগাঁওয়ে ডাকাতি করতে গিয়ে শিক্ষককে হত্যার দায়ে দুই ভাইসহ পাঁচজনের যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে ময়মনসিংহের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সুদীপ্তা সরকার এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন বাশিয়া গ্রামের সাফত আলীর দুই ছেলে আব্দুর রশিদ (৪৫), আব্দুর রাশিদ (৪৮), রজব আলীর ছেলে আবুল বাসার (৪৭), সেকান্দার আলীর ছেলে মো. জিন্নাহ (৭০) ও সিরাজ উদ্দিনের ছেলে মো. রাসেল (৪৬)।
মামলার বিবরণী ও আদালত সূত্রে জানা যায়, জেলার গফরগাঁও উপজেলার বাশিয়া গ্রামের শিক্ষক মাহবুবুল আলমের সঙ্গে দ-প্রাপ্তদের পূর্ব বিরোধ ছিল। সেই জেরে মাহবুবুল আলমের বাড়িতে ডাকাতির পরিকল্পনা করেন তারা। পরিকল্পনা অনুযায়ী ২০১২ সালের ১৯ এপ্রিল শিক্ষক মাহবুবুল আলমের বাড়িতে হামলা করে
তাকে হত্যা করে। এ ঘটনার দুদিন পর নিহত শিক্ষক মাহবুবুল আলমের স্ত্রী হেনা পারভীন বাদী হয়ে গফরগাঁও থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ ২০১৩ সালের ১৫ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করে।
আদালতে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে ঘটনা প্রমাণিত হওয়ায় পাঁচ আসামির উপস্থিতিতে বিচারক রায় ঘোষণা করেন। এ ঘটনায় পাঁচ আসামিকে হত্যা মামলায় যাবজ্জীবন এবং রাতের আঁধারে বাড়িঘরে হামলার মামলায় যাবজ্জীবন কারাদ- দেন বিচারক। দুই মামলার সাজা একসঙ্গে চলবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads