গত বছর ৭ কোটি নোকিয়া ফোন বিক্রি করেছে এইচএমডি

সাত কোটি নোকিয়া ফোন বিক্রি করেছে এইচএমডি গ্লোবাল

ইন্টারনেট

বিজ্ঞান ও প্রযুক্তি

গত বছর ৭ কোটি নোকিয়া ফোন বিক্রি করেছে এইচএমডি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৩ মে, ২০১৮

নোকিয়া ব্র্যান্ড নাম ব্যবহার করে ২০১৭ সালে প্রায় সাত কোটি নোকিয়া ফোন বিক্রি করেছে ফিনল্যান্ডের মোবাইল ফোন কোম্পানি এইচএমডি গ্লোবাল। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রায় ১৮০ কোটি ইউরো বা ২১০ কোটি ডলার আয় করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

সোমবার এইচএমডি গ্লোবালের বিবৃতির বরাত দিয়ে রয়টার্স জানায়, প্রতিষ্ঠানটির পরিকল্পনা হচ্ছে নোকিয়া স্মার্টফোনের পরিসর বৃদ্ধি করা। প্রবৃদ্ধি বাড়াতে ১০ কোটি ডলার তহবিলও সংগ্রহ করেছে এইচএমডি।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফ্লোরিয়ান সেইচ এ বিষয়ে বলেন, ‘বিশ্বব্যাপী আমরা স্মার্টফোন বাজারের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর একটি হতে চাই। এখন পর্যন্ত আমাদের যে সফলতা, তাতে আমরা আত্মবিশ্বাসী যে সমৃদ্ধির এ ধারা অব্যাহত রাখতে পারব।’

এইচএমডিতে নতুন বিনিয়োগ করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ডিএমজে এশিয়া ইনভেস্টমেন্ট অপরচুনিটি আর ফক্সকনের অঙ্গপ্রতিষ্ঠান এফআইএইচ মোবাইল রয়েছে। এক্ষেত্রে কে কী পরিমাণ বিনিয়োগ করছে তা অবশ্য প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, নোকিয়া ব্র্যান্ড নামে বাজারে আসা এইচএমডির বিভিন্ন ডিভাইস ফক্সকন তৈরি করে থাকে। ব্র্যান্ড আর পেটেন্টের জন্য এইচএমডি নোকিয়াকে লাইসেন্স ফি প্রদান করে। তবে এইচএমডিতে নোকিয়ার কোনো সরাসরি বিনিয়োগ নেই।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads