মাদারীপুর-০৩ আসনে নৌকার গণসংযোগ কালে অসুস্থ হয়ে পরেছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড.আব্দুস সোবাহান গোলাপ। দলীয় মনোনয়ন পাওয়ার পরেই মাঠে চষে বেরাচ্ছেন ড.আব্দুস সোবাহান গোলাপ।
আজ রোববার সকালে মস্তফাপুর বাজারে নির্বাচনী প্রচারণার জন্য উপস্থিত হলে কিছুক্ষণ পরেই বুকের ব্যাথায় অসুস্থ হয়ে পড়েন তিনি। স্থানীয় নেতাকর্মীরা তাকে প্রাথমিক ভাবে চিকিৎসা শেষে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যান।
কালকিনির পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক এনায়েত হোসেন বলেন, মস্তফাপুরে সে অসুস্থ হয়ে পড়ে, আমরা তাকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে এসেছি। এখন তিনি অনেকটা সুস্থ আছেন।