গণফোরামে যোগ দিয়েছেন আওয়ামী লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী আবু সাইয়িদ। আজ সোমবার গণফোরামের আরামবাগ অফিস থেকে তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেন। আজ সোমবার বেলা ১২টা ১০ মিনিটে আরামবাগে গণফোরামের দলীয় কার্যালয়ে গিয়ে তিনি দলটির সদস্যপদ গ্রহণ করেন।
গণফোরামের প্রশিক্ষণ সম্পাদক রফিকুল ইসলাম পথিক সাংবাদিকদের জানান, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুর সঙ্গে দেখা করে অধ্যাপক সাইয়িদ গণফোরামে যোগ দেন।
১৯৯৬-২০০১ সালে আওয়ামী লীগের তথ্য প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন আবু সাইয়িদ। এক-এগারোতে সেনা সমর্থিত সরকারের সময়ে সংস্কারপন্থী নেতা হিসেবে পরিচিত ছিলেন তিনি।
আবু সাঈদ এবার পাবনা-১ থেকে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়নপত্র কেনেন, তবে ওই দল থেকে মনোনয়ন পাননি। সেখান থেকে মনোনয়ন পেয়েছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামছুল হক টুকু।
আসন্ন সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে নির্বাচন করবে গণফোরাম। ইতোমধ্যে দলটিতে সাবেক সামরিক বাহিনীর সদস্যসহ বেশ কয়েকজন যোগ দিয়েছেন।