খুলল মেরুল বাড্ডার ইউলুপ

হাতিরঝিল সমন্বিত প্রকল্পের বাড্ডা নর্থ ইউলুপ

ছবি: বাংলাদেশের খবর

যোগাযোগ

খুলল মেরুল বাড্ডার ইউলুপ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৮ জুলাই, ২০১৮

জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে হাতিরঝিল সমন্বিত প্রকল্পের বাড্ডা নর্থ ইউলুপ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার বিকেলে ইউলুপটি উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরই জনসাধারণের চলাচলের জন্য ইউলুপটি খুলে দেওয়া হয়। 

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, স্থানীয় সাংসদ রহমত উল্লাহ, সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, প্রকল্প পরিচালক মেজর জেনারেল আবু সাইদ মোহাম্মদ মাসুদ ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউলুপ পরিদর্শন করেন।

হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে রামপুরা ও বাড্ডা প্রান্তে দুটি ইউলুপ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

প্রকল্প সংশ্লিষ্টরা আশা করছেন, বাড্ডার ইউলুপটি চালু হলে হাতিরঝিল থেকে রামপুরা, বনশ্রীগামী যানবাহন সহজেই ঘুরতে পারবে। প্রগতি সরণির বাড্ডা এবং রামপুরা এলাকার যানজট অনেকটাই কমবে।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) এই প্রকল্প বাস্তবায়নে কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ ইঞ্জিনিয়ারিং শাখা। নির্মাণকাজের দায়িত্বে আছে স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড।

৪৫০ মিটার দৈর্ঘ্য ও ১০ মিটার প্রস্থের বাড্ডা ইউলুপ নির্মাণে ব্যয় হয়েছে ৪০ কোটি টাকা।

২০০৭ সালে শুরু হওয়া হাতিরঝিল প্রকল্পের মেয়াদ প্রথমে চার দফা বাড়ানো হয়। ২০১৬ সালের ডিসেম্বরে হাতিরঝিল প্রকল্প বাস্তবায়নের কাজ শেষ হওয়ার কথা ছিল।

জানা গেছে,  বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ ইঞ্জিনিয়ারিং শাখা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) এই প্রকল্প বাস্তবায়নে কাজ করেছে। নির্মাণকাজের দায়িত্বে ছিল স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড। এই ইউলুপটি নির্মাণে ব্যয় হয়েছে ৪০ কোটি টাকা।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads