আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টিন লাগার্ড শনিবার বলেছেন, তিনি সৌদি আরবের কট্টর সমালোচক সাংবাদিক জামাল খাসোগির পরিণতি নিয়ে প্রকাশিত খবরে আতংকিত। তবে এ মাসে রিয়াদে অর্থনীতি বিষয়ক একটি বৈঠকে অংশ নেয়ার পরিকল্পনা এখনো তিনি বহাল রেখেছেন। গত ২ অক্টোবর খাসোগি ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রবেশের পর নিখোঁজ হন।
লাগার্ড জানান, এ ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে হৈচৈ পড়ে গেলেও এখন পর্যন্ত তার সৌদি আরব সফরের কর্মসূচি অপরিবর্তিত রয়েছে। আএমএফের বার্ষিক সম্মেলনে যোগ দিতে বালিতে থাকা লাগার্ড এএফপি’কে বলেন, ‘মানবাধিকার ও তথ্য অধিকার মানুষের মৌলিক অধিকার। তারপরও এমন ভয়ঙ্কর খবরে আমি স্তম্ভিত।’ আগামী ২৩ থেকে ২৫ অক্টোবর অনুষ্ঠেয় ‘ডেভস ইন দ্য ডের্জাট’ শীর্ষক বৈঠকে অংশ নেয়ার পরিকল্পনার কথা মার্কিন অর্থমন্ত্রী স্টিভান ম্যানুচিন জানানোর পর পরই তিনি এমন মন্তব্য করলেন।