খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে : বিএসএমএমইউ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

সংগৃহীত ছবি

জাতীয়

খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে : বিএসএমএমইউ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২ এপ্রিল, ২০১৯

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার হাসপাতালে সাংবাদিকদের ব্রিফিংকালেবিএসএমএমইউ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একে মাহবুবুল হক বলেন, ‘গতকাল (সোমবার) খালেদা জিয়া আমাদের হাসপাতালে ভর্তি হয়েছেন। ২৪ ঘণ্টা হয়ে গেছে। তার অবস্থা গতকালের চেয়ে আজকে ভালো।’

তিনি আরও বলেন, খালেদার চিকিৎসার জন্য পাঁচ সদস্যের মেডিকেল বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. জিলান মিয়া সরকার তাকে দেখেছেন । তিনি খালেদার অবস্থার উন্নতি দেখেছেন। গতকাল যে ওষুধ দেয়া হয়েছিল, তা তিনি (খালেদা) খাচ্ছেন। তার শারীরিক অবস্থা উন্নতি করেছে।

গত বছর অক্টোবরে বিএসএমএমইউতে ভর্তি হওয়ার পর খালেদাকে যথাযথ চিকিৎসা দেয়া হয়নি বলে বিএনপির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই ব্যাপারে আমার কোনো মন্তব্য করা উচিত হবে না, কারণ মাত্র দুই সপ্তাহ আগে আমি এখানে পরিচালক হয়ে এসেছি। কিন্তু আমার মনে হয়েছে, এবার তিনি আমাদের চিকিৎসায় সন্তুষ্ট।’

বিএসএমএমইউ পরিচালক জানান, সোমবার খালেদা জিয়া হাসিখুশি ও সাবলীলভাবে তাদের সঙ্গে কথা বলেছেন।আগের কথা আমরা না বলি, এবার তার চিকিৎসা ভালো হচ্ছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহবুবুল হক বলেন, বিএনপি চেয়ারপারসন তার হাত নাড়াতে পারছেন। দুই হাত নাড়িয়ে কথা বলেছেন। তার দুই হাতের প্রেশার মাপা হয়েছে।

তবে তিনি বলেন, খালেদার রক্তের সুগারের মাত্রা এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগামীকাল চিকিৎসকরা আবার পরীক্ষা করবেন এবং এ বিষয়ে ব্যবস্থা নেবেন।

এর আগে সোমবার দুপুর পৌনে একটার দিকে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে এনে বিএসএমএমইউ’র কেবিন ব্লকে ভর্তি করা হয়।

সোমবার বিএসএমএমইউ পরিচালক সাংবাদিকদের জানান, ‘খালেদা জিয়া তার হাত ও পায়ের জোড়ায় গুরুতর ব্যথায় আক্রান্ত। খাবার খেতে না পারা ও ভালো ঘুম না হওয়ায় তিনি শারীরিকভাবে খুব দুর্বল। তার সুগারের মাত্রাও বেশি।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads