বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতলে স্বাস্থ্য পরীক্ষা শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

পুরোনো ছবি

জাতীয়

খালেদা জিয়াকে দেখতে যাচ্ছেন ব্যক্তিগত চিকিৎসকেরা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৯ জুন, ২০১৮

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে আজ শনিবার বিকেলে কারাগারে যাবেন তার ব্যক্তিগত চিকিৎসকরা।  আজ শনিবার বেলা তিনটায় খালেদার সঙ্গে দেখা করার অনুমতি পেয়েছে তার ব্যক্তিগত চিকিৎসকেরা।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, খালেদা জিয়ার চারজন চিকিৎসক আজ তার সঙ্গে দেখা করার অনুমতি পেয়েছেন।

তিনি জানান, মেডিসিনের এফএম সিদ্দীকী, নিউরো সার্জন ওয়াহিদুর রহমান, চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর ডা. আবদুল কুদ্দুস, ডা.মামুন রহমান খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাবেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারকে বিশেষ কারাগার ঘোষণা দিয়ে তাকে সেখানে রাখা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads