খালেদা জিয়াকে কারাগারে রেখে মুজিববর্ষ সফল হবে না : ফখরুল

সংগৃহীত ছবি

রাজনীতি

খালেদা জিয়াকে কারাগারে রেখে মুজিববর্ষ সফল হবে না : ফখরুল

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৭ মার্চ, ২০২০

খালেদা জিয়াকে কারাগারে রেখে মুজিব শতবর্ষের আয়োজন সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার ঢাকা-১০ আসনে উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলমকে নিয়ে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানো শেষে এমন মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার জন্য যিনি পাকিস্তানের কারাগারে ছিলেন। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি সংগ্রাম করেছেন, এখনও কারাগারে আছেন। তাকে কারাগারে রেখে কোন বর্ষ আয়োজনই সফল হবে না। 

এছাড়া উপনির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, গণতান্ত্রিক রীতিতে বিশ্বাস করার কারণেই ঢাকা-১০ আসনের উপনির্বাচনে বিএনপি অংশগ্রহণ করছে। এই নির্বাচনের বিষয়ে বিএনপি আন্তরিক। নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি প্রার্থী জয়ী হবে বলেও মনে করেন তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads