ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়তে কাজ করে যাচ্ছি : প্রধানমন্ত্রী

চাঁদপুর জেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ছবি: বাংলাদেশের খবর

নির্বাচন

ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়তে কাজ করে যাচ্ছি : প্রধানমন্ত্রী

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ ডিসেম্বর, ২০১৮

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরবাসীর কাছে নৌকায় ভোট চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, আমরা ক্ষুধা-দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছি। বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশ। আমরা এই দেশ থেকে সন্ত্রাস-দারিদ্র দূর করেছি। আমরা মানুষের মৌলিক চাহিদা পূরণে কাজ করে যাচ্ছি। আমরা নির্বাচনে যা প্রতিশ্রুতি দিয়েছি, তার চাইতে বেশি কাজ করবো ইনশাল্লাহ।

আজ বুধবার প্রধানমন্ত্রী রাজধানীতে নিজের বাসভবন সুধাসদন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চাঁদপুরে এক নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন।

চাঁদপুরের আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ও জনসাধারণ শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হন।

এ সময় বক্তব্য রাখেন চাঁদপুর-১ আসন (কচুয়া) আওয়ামী লীগ থেকে মনোনিত প্রার্থী ড. মহীউদ্দীন খান আলমগীর, চাঁদপুর-২ আসন (মতলব উত্তর-দক্ষিণ) আওয়ামী লীগ থেকে মনোনিত প্রার্থী অ্যাড. নুরুল আমিন রুহুল, চাঁদপুর-৩ আসন (সদর-হাইমচর) আওয়ামী লীগ থেকে মনোনিত প্রার্থী ডা. দীপু মনি এমপি, চাঁদপুর-৪ আসন (ফরিদগঞ্জ) আওয়ামী লীগ থেকে মনোনিত প্রার্থী সাংবাদিক মুহাম্মদ শফিকুর রহমান, চাঁদপুর-৫ আসন (হাজীগঞ্জ-শাহরাস্তি) আওয়ামী লীগ থেকে মনোনিত প্রার্থী মেজর রফিকুল ইসলাম বীর উত্তম, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক সুজিত রায় নন্দী, সংরক্ষিত আসনের নারী এমপি নুর জাহান বেগম মুক্তা, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ডা. মোহাম্মদ শামছুল ভূঁইয়া এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরে মেয়র নাছির উদ্দিন আহেমদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads