নতুন গানে কণ্ঠ দিলেন সোমনুর মনির কোনাল। গানটির শিরোনাম ‘ভালোবাসার জ্বালাতন’।
গানটি ‘রাজকন্যা’ চলচ্চিত্রে ব্যবহূত হবে। ছবিটি পরিচালনা করছেন রাজু চৌধুরী। ‘অন্তর হইয়া শিরায় শিরায়, যাও গো তুমি বইয়া’-এমন কথার গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর ও সঙ্গীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত। কোনালের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি।
গাওয়া প্রসঙ্গে কোনাল বলেন, গানটির কথা-সুর চমৎকার। আমি গেয়ে তৃপ্তি পেয়েছি। কতটা গাইতে পেরেছি তা শ্রোতারা শুনলেই বুঝতে পারবে।
তিনি আরো বলেন, এখন আমাদের দেশের চলচ্চিত্রের গানে একটা পরিবর্তন এসেছে। বিশেষ করে গানের কথায়। অশ্লীল যুগ পেরিয়ে চলচ্চিত্রের গান আবার মানুষের ভালোলাগার জায়গায় পৌঁছাচ্ছে। আশা করছি, আগের দিনের মতো সঙ্গীতপ্রিয়রা চলচ্চিত্রের গান আবার শুনতে শুরু করবেন।