কভিড-১৯ মহামারীর মধ্যে কুয়েতে আটকে পড়া শতাধিক বাংলাদেশি দেশে ফিরেছেন। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক এএইচএম তৌহিদ উল আহসান জানান, গত সোমবার বিকাল ৫টা ৫৫ মিনিটে জাজিরা এয়াওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ১২৬ জন বাংলাদেশি কুয়েত থেকে দেশে পৌঁছান।
ভারত, থাইল্যান্ড, সৌদি আরব, সিঙ্গাপুর, তুরস্ক ও মালদ্বীপে আটকে পড়া সহস্রাধিক বাংলাদেশি এর আগে দেশে ফিরে এসেছেন। এর মধ্যে ভারতে আটকা পড়া ৮ শতাধিক বাংলাদেশিকে পাঁচটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরিয়ে আনে ইউএস বাংলা এয়ারলাইন্স।
নতুন করোনা ভাইরাসের সংক্রমনে বিমান চলাচল বন্ধ থাকায় এরই মধ্যে সৌদি আরব,ব্যাংকক, সিঙ্গাপুর,তুরস্ক, মালদ্বীপ থেকে শতাধিক বাংলাদেশী দেশে ফিরেছেন। এখন যারা দেশে ফিরছেন, সংক্রমণ এড়াতে তাদের সবাইকে বাধ্যতাম‚লকভাবে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে চীন ছাড়া প্রায় সব দেশের সঙ্গেই আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রেখেছে বাংলাদেশ। তবে বিদেশি নাগরিকরা বাংলাদেশ ত্যাগ করতে চাইলে তাদের ভাড়ায় বিশেষ ফ্লাইট ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে। বিদেশে আটকা পড়া বাংলাদেশিদেরও একইভাবে ফেরানো হচ্ছে।