কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

বন্দুকযুদ্ধ

প্রতীকী ছবি

সারা দেশ

কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

  • কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ জানুয়ারি, ২০১৯

কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন পুলিশ।

গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার মোল্লাতেঘরিয়া ক্যানেলপাড়ায় পুলিশের সঙ্গে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত মাদকবিক্রেতার নাম হাবিবুর রহমান হুব্বা (৫০)। সে শহরের আড়ুয়াপাড়া ছোট ওয়ারলেস এলাকার মৃত সিরাজ মালিথার ছেলে।

এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ক্যানেলপাড়ায় একদল মাদক বিক্রেতা অস্ত্র ও মাদকসহ অবস্থান করছে। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে উপস্থিতি টের পেয়ে দুই পাশ থেকে মাদক বিক্রেতারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে পুলিশও পাল্টা গুলি ছুড়লে তারা পালিয়ে যায়।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ৮০০ পিস ইয়াবা, ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড পিস্তলের গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায় তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads