কুষ্টিয়ায় ধর্ষক আবু তালেবের মৃত্যুদণ্ড

আসামি ও ধর্ষক আবু তালেব

প্রতিনিধির পাঠানো ছবি

আইন-আদালত

শিশু সাবিহা হত্যা মামলা

কুষ্টিয়ায় ধর্ষক আবু তালেবের মৃত্যুদণ্ড

  • কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ অক্টোবর, ২০১৯

কুষ্টিয়ার মিরপুর থানার চাঞ্চল্যকর শিশু সাবিহা ধর্ষণ ও হত্যা মামলার একমাত্র আসামি ও ধর্ষক আবু তালেবের (৩৫) বিরুদ্ধে মৃত্যুদণ্ড  দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১টায় কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মশিয়ার রহমান জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এই রায় ঘোষনা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবু তালেব মিরপুর উপজেলার মিঠন হঠাৎপাড়া গ্রামের রওশন আলীর ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৪ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে মিরপুর উপজেলার মিঠন গ্রামের শিশু সাবিহা (৭) নিজ বাড়ির আঙ্গিনা প্রতিবেশী শিশুদের সাথে খেলা করছিলো। সেখান থেকে শিশুটি নিঁখোজ হয়। পরদিন সকাল ১০টার দিকে পাশের ধানক্ষেতের সেচ খাল থেকে নিহত শিশু সাবিহার লাশ উদ্ধার করে পুলিশ। সুরতহাল রিপোর্টে শিশুটিকে হত্যার আগে ধর্ষণ করার কথা জানায় পুলিশ।

এই ঘটনায় নিহত শিশু সাবিহার বাবা ভাষা আলী বাদি হয়ে ২০০০ সালে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আইনের ৯(২)ধারায় অজ্ঞাত আসামির বিরুদ্ধে মিরপুর থানায় মামলা করেন। মামলাটি তদন্ত শেষে একমাত্র আসামি আবু তালেবকে চিহ্নিত করে এবং তাকে গ্রেপ্তার করে ২০১৮ সালের ১২ ডিসেম্বর আদালতে চার্জশীট দাখিল করে পুলিশ।

কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের কৌশুলি মেহেদী হাসান জানান, চাঞ্চল্যকর এই ধর্ষণ ও হত্যা মামলায় একমাত্র আসামি আবু তালেবের বিরুদ্ধে আনীত অভিযোগ শুনানি শেষে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডে দন্ডিত করেছেন। পাশাপাশি এক লাখ টাকা জরিমানা আদেশ দিয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads