কুলাউড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রতীকী ছবি

প্রাকৃতিক দুর্যোগ

কুলাউড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ সেপ্টেম্বর, ২০২০

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে সোমবার বিকেল ৪টায় হঠাৎ বজ্রপাতে অনিল দেবনাথ (৪৫) নামক এক কৃষকের মৃত্যু হয়েছে। 

হাজিপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার বিকেলে আনুমানিক ৪ টায় আকষ্মিক ঝড়বৃষ্টি শুরু হয়। এসময় বৃষ্টির সাথে বজ্রপাত ঘটলে হাজিপুর ইউনিয়নের চান্দগাও গ্রামের বজেন্দ্র দেবনাথের ছেলে অনিল দেবনাথ মারা যান। তিনি বাড়ির পাশে ক্ষেতের জমিতে কাজ করছিলেন। কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত অনিল দেবনাথ ৩ পুত্রের জনক।

হাজিপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু জানান, কৃষক অনিল দেবনাথ অত্যন্ত সহজ সরল প্রকৃতির মানুষ। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। 

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী বজ্রপাতে নিহত অনিল দেবনাথের অসহায় পরিবার ২০ হাজার টাকা সহায়তা প্রদানের আশ্বাস দেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads