কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বানানের পরিবর্তন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

সংগৃহীত ছবি

শিক্ষা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বানানের পরিবর্তন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৬ মার্চ, ২০১৯

কুমিল্লা জেলার ইংরেজি বানানের সঙ্গে মিলিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি নামের বানান Comilla University থেকে পরিবর্তন করে Cumilla University করা হয়েছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু তাহের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৮ সালের ২ এপ্রিল প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সিদ্ধান্তে কুমিল্লা জেলার ইংরেজি নামের বানান পরিবর্তিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের নামের বানানও পরিবর্তন করা হয়েছে।

২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৭২তম সিন্ডিকেট সভায় প্রতিষ্ঠানের নামের বানান পরিবর্তনের এ সিদ্ধান্ত গৃহীত হয়। এখন থেকে ইংরেজিতে নতুন বানান ব্যবহার করতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক তাহের বলেন, ‘নতুন বানানের ব্যবহার খুব তাড়াতাড়ি শুরু হবে। আগামী ডিসেম্বরের সমাবর্তনে দেয়া সনদপত্রেও এ বানান থাকবে। তাই শিক্ষার্থীদের কোনো সমস্যা হবে না।’

তবে শিক্ষার্থীদের একাংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে বানান পরিবর্তনের বিরোধিতা করছেন। তারা বলছেন, নামের সঙ্গে অনেক স্মৃতি ও আবেগ জড়িত। তারা আগের নাম চান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads