কুমিল্লায় বিভিন্ন দেশ থেকে আগত জেলার বিভিন্ন উপজেলায় গত ২৪ ঘন্টায় ২৬৮ জনসহ হোম কোয়ারেন্টাইনে রয়েছেন সর্বমোট ৮৭০ জন প্রবাসী। এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন।
জেলার সিভিল সার্জন ডাঃ নিয়াতুজ্জামান জানান, আজ ২০ মার্চ দুপুর পর্যন্ত কুমিল্লার ১৭টি উপজেলায় করোনা ভাইরাস আক্রান্ত দেশ থেকে আসা নতুন এবং পুরাতন সর্বমোট ৮৭০ জন প্রবাসী হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। ১৪ দিন পরে করোনা ভাইরাসের কোন লক্ষণ দেখা না গেলে তারা স্বাভাবিক চলাফেরা করতে পারবে। হোম কোয়ারেন্টাইনের নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।
এসব রোগীদের কারো মধ্যে করোনার লক্ষণ দেখা গেলে ঢাকায় প্রেরণ করা হবে। এছাড়া করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার জন্য সকলকে পরামর্শ দিয়েছেন তিনি।





