সারা দেশ

কুমিল্লায় তিন মাসে সাড়ে ৫ কোটি টাকার মাদক আটক

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ২২ এপ্রিল, ২০২১

কুমিল্লায় গত তিন মাসে প্রায় সাড়ে ৫ কোটি টাকার মাদক আটক করেছে পুলিশ। এসময় মাদক বিক্রির সাথে জড়িত এক হাজার ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বুধবার কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ এসব তথ্য জানান।

সূত্রমতে, গত তিনমাসে ২ হাজার ১০ কেজি গাঁজা, ৫৯ হাজার ৯৬৮ পিস ইয়াবা, ৭ হাজার ৫৯২ টি ফেন্সিডিল, ৩শ ৬৬ লিটার দেশি মদ, ১৬২ বোতল হুইস্কি, ৪৮ বোতল বিয়ার, বিদেশি মদ ৯৬ বোতল, ইস্কাপ সিরাপ ১ হাজার ৩ বোতল আটক করা হয়। আটককৃত মাদকের বাজার মূল্য ৫ কোটি ৩৪ লাখ ১৫ হাজার ৯ শ টাকা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আজিম উল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহারিয়ার মোহাম্মদ মিয়াজি, অতিরিক্ত পুলাশ সুপার (ডিএসবি) আফজাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সোহান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) নাজমুল হাসান রাফি, কোতয়ালী থানার ওসি মো. আনোয়ারুল হক, গোয়েন্দা পুলিশের ওসি আনওয়ারুল আজিমসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads