কুমিল্লায় ডেঙ্গু জ্বর নিয়ে কর্মশালা

সংগৃহীত ছবি

সারা দেশ

কুমিল্লায় ডেঙ্গু জ্বর নিয়ে কর্মশালা

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ৩১ জুলাই, ২০১৯

কুমিল্লায় ডেঙ্গু জ্বর ও আমাদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জেলা সিভিল সার্জন ডা. মুজিভ রাহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবুল ফজল মীর।

অনুষ্ঠানের প্রথম অংশে এডিস মশার বংশ বিস্তার ও ডেঙ্গু রোগ প্রতিরোধ বিষয়ক উপস্থাপনা করেন কুমিল্লা মেডিকেল কলেজে ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. সালেহ আহমেদ।

এ সময় ডেঙ্গু নিয়ে আতরঙ্কীত না হয়ে সচেতন থেকে এ রোগ প্রতিরোধের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি।

মতবিনিময় সভায় সিনিয়র জেল সুপার জাহানারা বেগম, বিভিন্ন কলেজের অধ্যক্ষ, চিকিৎসক নেতীবৃন্দ, সুধীজন, গনমাধ্যম কর্মীসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads