কুমিল্লার চান্দিনায় কাভার্ডভ্যান চাপায় বারেক সরকার (৫৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
আজ সোমবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার কাঠেরপুল এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহত বারেক সরকার পাশের দেবিদ্বার উপজেলার বরকামতা গ্রামের সরকার বাড়ির মো.পানা উল্লাহ সরকারের ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী।
প্রত্যক্ষদর্শী আনন্দ কিশোর জানান, বাড়ি থেকে চান্দিনা বাজারের উদ্দেশ্যে রওয়ানা হয়ে কাঠেরপুল এলাকায় রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যান এসে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ব্যবসায়ী বারেক সরকার।
ময়নামতি হাইওয়ে থানার ওসি সাফায়েত হোসেন জানান, র্দ্ঘুটনার খবর শুনে আমরা ঘটনাস্থলে যাই। তবে নিহতের স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে গেছে। কাভার্ডভ্যানটি আটক করা যায়নি।