কুইন্স প্যালেসে নাচলেন মৌসুমী-সানী

ছবি : সংগৃহীত

শোবিজ

কুইন্স প্যালেসে নাচলেন মৌসুমী-সানী

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৭ জুন, ২০১৯

তারকাদম্পতি ওমর সানী ও মৌসুমী ইদানীং জুটি হয়ে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। নাচে-গানে মঞ্চ  আলোকিত করছেন। সম্প্রতি নিউইয়র্কে একটি অনুষ্ঠানে যোগ দেন তারা। সেখানে ১৪ জুন কুইন্স প্যালেসে বাংলাদেশ কালচারাল ফেস্টিভ্যালে পারফর্ম করেন।

ওই অনুষ্ঠানে মঞ্চ মাতান শোবিজের দুই জনপ্রিয় মুখ ওমর সানী ও মৌসুমী। এটি একটি চ্যারিটি শো ছিল। পছন্দের তারকাদের কাছে পেয়ে সবার ছিল অন্যরকম উচ্ছ্বাস। আয়োজক সূত্রে জানা গেছে, ওই অনুষ্ঠানে মৌসুমী ও ওমর সানী একটি গানে দ্বৈত নৃত্য উপহার দেন।

ওমর সানী নিজের ফেসবুক পোস্টে পারফরমের ছবি শেয়ার করেছেন।

এই অনুষ্ঠানে আরো অংশ নেন তারিন, রিজিয়া পারভীন, টনি ডায়েস, প্রিয়া ডায়েস, খন্দকার ইসমাইলসহ অনেকে।

বর্তমানে চলচ্চিত্রেও ব্যস্ত সময় কাটাচ্ছেন ওমর সানী ও মৌসুমী। রুপালি পর্দায়ও তারা জুটি বেঁধে অভিনয় করছেন। এ জুটির ‘নোলক’ ছবিটি ঈদে মুক্তি পেয়েছে। সাকিব সনেট পরিচালিত এ ছবিতে নায়ক-নায়িকার ভূমিকার অভিনয় করেছেন শাকিব খান ও ববি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads