কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করায় কিশোরগঞ্জ জেলার দুই বি এন পি নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
বহিষ্কৃত নেতারা হলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল আলম এবং হোসেনপুর উপজেলা বিএনপির সদস্য নাজমুল আলম। মোঃ নাজমুল আলম কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপর জন নাজমুল আলম হোসেনপুর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে দোয়াত কলম প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
শুক্রবার (২৬ এপ্রিল) বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কার আদেশ দেওয়া হয়। মো. নাজমুল আলম কিশোরগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদ ছাড়াও একইসাথে সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পালন করে আসছিলেন।
এর আগে, গত বুধবার (২৪ এপ্রিল) দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে তাদেরকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছিল। কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছিলো, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আপনার এহেন মনোবৃত্তি সম্পূর্ণরূপে দলীয় শৃঙ্খলা পরিপন্থি এবং দলের প্রতি চরম বিশ্বাসঘাতকতা। সুতরাং দলের সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশগ্রহণের জন্য আপনার বিরুদ্ধে কেন দলের গঠনতন্ত্র মোতাবেক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা হোয়াটসঅ্যাপ বা অন্যকোনো মাধ্যমে পত্রপ্রাপ্তির কিংবা ফোনে অবহিত হওয়ার ৪৮ (আটচল্লিশ) ঘণ্টার মধ্যে যথাযথ কারণ দষিয়ে একটি লিখিত জবাব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বরাবরে নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, দলের দলীয় সিদ্ধান্ত অমান্য করে দলে থাকা এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোন সুযোগ নেই।
উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফশিল অনুযায়ী প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই ছিলো ১৭ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ছিলো ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ হয়েছে ২৩ এপ্রিল। ৮ই মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।