সারা দেশ

কিশোরগঞ্জে ছাত্রশিবিরের কর্মী সমাবেশ

  • ''
  • প্রকাশিত ৫ সেপ্টেম্বর, ২০২৪

কিশোরগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা উত্তর ও দক্ষিণ শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা উত্তর শাখার সভাপতি শাকিলের সভাপতিত্বে ও দক্ষিণ শাখার সভাপতি হাসান আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নূরুল ইসলাম সাদ্দাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা নাজমুল ইসলাম, ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সাবেক সদস্য অ্যাডভোকেট শেখ মো. রোকন রেজাসহ উত্তর ও দক্ষিণ শাখার সাবেক নেতৃবৃন্দ।

এ কর্মী সমাবেশে জেলার ১৩টি উপজেলা ও বিভিন্ন কলেজ শাখার প্রায় পাঁচ শতাধিক কর্মী অংশগ্রহণ করে। দীর্ঘদিন পরে এমন সমাবেশে অংশগ্রহণ করতে পেরে উচ্ছ্বাসিত নেতাকর্মীরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads