আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে গতকাল রাজধানীর এনবিআর কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠাckhgiggনে অংশ নিয়েছেন চিত্রনায়ক ওমর সানী, ফেরদৌস, চিত্রনায়িকা মৌসুমী, পূর্ণিমা, অভিনেতা ফজলুর রহমান বাবু, অভিনেত্রী নাদিয়া আহমেদ ও নৃত্যশিল্পী সোহেল রহমানসহ আরো অনেকে। উদ্বোধনের পর জনগণকে কর দিতে উৎসাহিত vvvvn
করতে তারকারা এনবিআরের চেয়ারম্যানসহhk সুসজ্জিত ট্রাকে চড়ে র্যালিতে অংশ নেয়। র্যালিটি দুদক কার্যালয়, মৎস্য ভবন হয়ে হাইকোর্টের সামনে দিয়ে জাতীয় প্রেস ক্লাব, পল্টন-বিজয়নগর মোড় হয়ে এনবিআর ভবনের সামনে এসে শেষ হয়।