কালিয়াকৈরে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

অবৈধ ইটভাটায় পানি দিয়ে আগুন নিভিয়ে দিচ্ছে ফায়ার সার্ভিস

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

কালিয়াকৈরে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১০ ফেব্রুয়ারি, ২০২০

গাজীপুরের কালিয়াকৈরে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রামমাণ আদালত। এ সময় তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা করেছে। সোমবার দিনব্যাপী কালিয়াকৈর উপজেলার ভূঙ্গাবাড়ি,বলিয়াদী সাজনদরা এলাকায় এ অভিযান চলে।

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় উপজেলার ভূঙ্গাবাড়ি এলাকায় স্থাপিত মের্সাস ভেন্ডার ব্রিকস ইটভাটা ভেঙ্গে গুঁড়িয়ে দিয়ে ৫ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। পরে বলিয়াদি এলাকায় স্থাপিত জে এইচ আর এবং এম বি বি ইট ভাটাকে  আরো ১০ লাখ টাকাসহ মোট তিনটি ইট ভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক আশরাফুল ইসলাম,সহকারি পরিচালক ,কালিয়াকৈর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ,র‌্যাব ১ এবং কালিয়াকৈর থানা পুলিশের সদস্য।

গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুস সালাম সরকার জানান, উপজেলায় গড়ে উঠা সকল অবৈধ ইটভাটা। বন্ধ করে দেওয়া ইটভাটায় চালু করলে ফের অভিযান পরিচালনা করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads