কালিয়াকৈরে অগ্নীকান্ডে ৮ ঘর পুরে ছাই

প্রতিনিধির পাঠানো ছবি

দুর্ঘটনা

কালিয়াকৈরে অগ্নীকান্ডে ৮ ঘর পুরে ছাই

  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১০ অক্টোবর, ২০২০

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার বাথানবাড়ি মহল্লার জাকির হোসেনের বাড়িতে আগুন লেগে ৮টি ঘর পুরে ছাই হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ফায়ার সার্ভিস স্থানীয় সুত্র জানায়, আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার বাথানবাড়ি এলাকার জাকির হোসেনের বাড়িতে আগুন লাগে। পার্শ্ববর্তী বাড়ির লোকজন আগুন দেখতে পেয়ে ডাক চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এসে আগুন নেভাতে চেষ্টা করে। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের লোকজন খবর পেয়ে ছুটে আসলেও রাস্তা না থাকায় ঘটনাস্থলে পৌছাতে পারেনি। ইতিমধ্যেই ওই বাড়ির ৮টি ঘর পুরে ছাই হয়ে যায়।

সংবাদ পেয়ে কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান ঘটনাস্থল পরেদর্শন করে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও খাবার প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র শামসুল আলম সরকার, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বারেক, মোয়াজ্জেম দেওয়ান, শরীফ মন্ডল,খাত্তাব মোল্লাহ, দেওয়ান জসীম, সোহেল সরকার ও ফরিদ হোসেন সহ স্থানীয় গন্যমান্য বাক্তিবর্গ।

এ বিষয়ে জানতে চাইলে কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার কবিরুল আলম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে রওয়ানা হই, কিন্তু রাস্তা না থাকায় আমরা পৌছাতে পারিনি। পরে স্থানীয়রা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনেন। বাড়ির মালিক জাকির হোসেনের সাথে আলাপ কালে তিনি বলেন আমার বাড়ির ৮টি ঘর পুরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads