কালিহাতীতে বিশ্ব ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

বিশ্ব প্রতিবন্ধী দিবস ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‌্যালির আয়োজন করে পউস প্রতিবন্ধী বিদ্যালয়

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কালিহাতীতে বিশ্ব ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

  • কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি 
  • প্রকাশিত ৩ ডিসেম্বর, ২০১৮

‘প্রতিবন্ধী প্রতিভাবন্ধী নয়, সুযোগ পেলে তারাও করতে পারে বিশ্বজয়’ স্লোগানে টাঙ্গাইলের কালিহাতীতেও সারাদেশের ন্যায় বিশ্ব প্রতিবন্ধী দিবস ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার সকালে পউস প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সরকারি শামছুল হক কলেজের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে এলেঙ্গা পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালিটি পউস বিদ্যালয় প্রাঙ্গনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

র‌্যালিতে উপজেলা বাকশিসের সাধারণ সম্পাদক বাবর আলী তালুকদার , এলেঙ্গা প্রেসক্লাবের সভাপতি দাশ পবিত্র, সহ-সভাপতি মাসুদুর রহমান মিলন, পল্লী উন্নয়ন সংস্থার সভাপতি সৈয়দ সাইফুজ্জামান মাসুদ, পউস প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি নজরুল ইসলাম মোল্লা, পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক হুমায়ন কবীরসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ অংশগ্রহণ করেন ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads