কাজের কথা বলে দুই সন্তানের জননীকে দলবেঁধে ধর্ষণ

প্রতীকী ছবি

অপরাধ

কাজের কথা বলে দুই সন্তানের জননীকে দলবেঁধে ধর্ষণ

  • সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ৭ জুন, ২০২১

কাজ দেওয়ার কথা বলে দুই সন্তানের জননী এক নারীকে দলবেঁধে ধর্ষণ মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। গতকাল রোববার রাতে শহরের নিমতলী এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো- শহরের বাপ্পী চত্তর এলাকার কার্তিকের ছেলে মিঠু চন্দ্র দাস (৩৮) ও মৃত পশুরাম চন্দ্র সুত্রধারের ছেলে আবু চন্দ্র সুত্রধার (৪৫)। 

এজাহারে উল্লেখ করা হয়েছে, বাদীকে একটি কাজ দেওয়ার নিশ্চয়তা দেয় মিঠু চন্দ্র দাস। কাজের আশায় তার কথা মত বাদী চার জুন রাত এগারোটায় নিমতলী মিঠুনের থাই গ্লাসের দোকানে যায়। এ সময় আজ্ঞাত আরো দুইজন ব্যক্তিসহ বাদীকে একই এলাকার বদিউজ্জামানের চারতলা বাড়ির তৃতীয় তলার একটি কক্ষে নিয়ে সবাই ধর্ষণ করে। বাদী অসুস্থ হয়ে পড়লে রাত দুইটার দিকে তাকে ভবনের নিচে ফেলে রেখে তারা চলে যায়। এঘটনার পর চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে রোববার রাতে সদর থানায় ভিকটিম বাদী হয়ে ধর্ষণ মামলা করেন।

সদর থানার ওসি (অপারেশন) কাজী মাসুদ রানা জানান,অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই অভিযান চালিয়ে রাতেই দুইজনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads