বাংলাদেশের প্লেব্যাক সম্রাট এ্যান্ড্রু কিশোর এই প্রজন্মের সুরকারদের সুরে খুব কমই গান গেয়েছেন। সুরকার হিসেবে যারা প্রতিষ্ঠিত সাধারণত তাদের সুরে কাজ করতেই তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন। কারণ, তাদের কাজের প্রতি এক ধরনের আত্মবিশ্বাস তৈরি হয়েছে তার। কিন্তু তারপরও এই প্রজন্মের সুরকারদের উৎসাহ দিতে তাদের পাশে থেকে কাজ করার চেষ্টা করেন এ্যান্ড্রু কিশোর। ‘সোনা বউ’খ্যাত এই প্রজন্মের সুরকার কণ্ঠশিল্পী কাজী শুভ’র সুরে এবারই প্রথম গান গাইলেন এ্যান্ড্রু কিশোর।
সালাম খোকনের কথায় ‘অগণিত তারার মাঝে খুঁজি আমি তোমায়, চাঁদ থাকে অবিরাম তোমারই পাহারায়’ গানের সঙ্গীতায়োজন করেছেন রাফি মোহাম্মদ। গেল সপ্তাহে গানটির রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে।
গানটি প্রসঙ্গে অনেক ভালোলাগা নিয়ে এ্যান্ড্রু কিশোর বলেন, ‘সত্যি বলতে কী, অনেক দিন পর মনের মতো একটি গান গাইলাম। গানটির কথার চেয়ে কাজী শুভ’র সুর আমার মনে দাগ কেটেছে। সাধারণের মধ্যে এক অসাধারণ সুর সৃষ্টি করেছে। তাই অসাধারণ সুরের মধ্যেই আমি আমার ভালোলাগা খুঁজে পেয়েছি। অবশ্যই ধন্যবাদ দিতে চাই কাজী শুভকে। কারণ তারই অনুপ্রেরণায় আমি এ গানটি গেয়েছি। আমার বিশ্বাস শুভ আগামীতেও অনেক ভালো ভালো সুর সৃষ্টি করবে। আমার আশীর্বাদ রইল তার জন্য।’
কাজী শুভ বলেন, এ্যান্ড্রু দাদা আমার গানের আইডল। তিনি আমার সুরে গান গেয়েছেন এটা যে আমার জন্য কত বড় প্রাপ্তি তা বলে বুঝাতে পারব না। আমি মনে করি আমার সঙ্গীত জীবনের চলার পথে দাদার গাওয়া এই গান আমার জন্য আশীর্বাদ হয়েই থাকবে।’
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গানটির মিউজিক ভিডিও শিগগিরই একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। এদিকে এ্যান্ড্রু কিশোর ফরিদ আহমেদের সুরে মোহাম্মদ রফিক উজ্জামানের কথায় নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন। এই গানটিও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রকাশ পাবে। প্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের লেখা ও কিংবদন্তি সুরকার আলম খানের সুর সঙ্গীতে ‘ফুলের গন্ধের মতো, থেকে যাব তোমার রুমালে’ গানটির কাজও শেষ হয়েছে। সৈয়দ হকের লেখায় ও আলম খানের সুর সঙ্গীতে অনেক গানে কণ্ঠ দিয়েছেন এ্যান্ড্রু কিশোর। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘হায়রে মানুষ রঙিন ফানুস’, ‘চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা’, ‘আমি চক্ষু দিয়া’, ‘তোরা দেখ দেখ দেখরে চাহিয়া’ ইত্যাদি।