কাজান ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশি শর্টফিল্ম

শর্টফিল্মটি নির্মাণ করেছেন জুয়েইরিযাহ মউ

সংরক্ষিত ছবি

আনন্দ বিনোদন

কাজান ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশি শর্টফিল্ম

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৩ জুলাই, ২০১৮

রাশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ‘দশম কাজান আন্তর্জাতিক ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল’-এ প্রতিযোগিতা বিভাগে মনোনীত হয়েছে বাংলাদেশি শর্টফিল্ম ‘দ্য স্টোরি বিসাইড মাই উইন্ডো’। এটি নির্মাণ করেছেন জুয়েইরিযাহ মউ।

মউ জানান, ‘দ্য স্টোরি বিসাইড মাই উইন্ডো’ চলচ্চিত্রটি এবারের কাজান আন্তর্জাতিক ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবারের মতো প্রদর্শিত হবে।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নিয়ে নির্মাতা বলেন, ‘নগরের জীবনে একটা জানালা অনেকগুলো ছোট ছোট গল্পকে খুলে খুলে তুলে ধরে আমাদের সামনে। শব্দ আর দৃশ্য যে গল্পটা দেখায় সেই গল্পই মূল রসদ ছিল এই চলচ্চিত্রের। এ রকম কিছুই বলা যায় এই চলচ্চিত্র নিয়ে কথা বলতে গেলে, আর বাকিটা দর্শকের মগজে কিংবা মনেই সৃষ্টি হোক। তাতে পরিচালকের বলার কিছুই নেই।’

‘দ্য স্টোরি বিসাইড মাই উইন্ডো’ শিশুতোষ কাহিনীনির্ভর চলচ্চিত্র। এর আগে ২০১৬ সালে নির্মিত জুয়েইরিযাহ মউয়ের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গ্রাফিতি’ও শিশুতোষ কাহিনীনির্ভর চলচ্চিত্র হিসেবে ইতালি ও ভারতের বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।

বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট থেকে ২০১৭ সালে নির্মিত ২২ মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভয়- দ্য ফেয়ার অব সাইলেন্স’ জুয়েইরিযাহ মউয়ের পোস্ট-গ্র্যাজুয়েশন চূড়ান্ত ডিপ্লোমা চলচ্চিত্র। ‘ভয়’-এর প্রিমিয়ার শো হয়েছে ২০১৭ সালের ১ নভেম্বর শেখ রাসেল অডিটোরিয়ামে। নতুন চলচ্চিত্রের পাশাপাশি ‘ভয়- দ্য ফেয়ার অব সাইলেন্স’ নিয়েও এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন মউ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads