পিরোজপুরের কাউখালীতে পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ মে) উপজেলার নিলতি গ্রামের আঃ কুদ্দুস খানের মেয়ে সাইয়েদা (৩) সকাল ১০ টার দিকে ঘরের পিছনে পুকুরে পড়ে পানিতে ডুবে মারা গেছে।
পরিবার সূত্রে জানা গেছে, সকালে শিশুটি বাড়ির উঠানে খেলা করতে করতে ঘরের পিছনে পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরে পুকুরের পাড়ে ভাসতে দেখে পুকুর থেকে তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।