পটুয়াখালীর কলাপাড়ায় গৃহবধু ফাতেমা বেগম হত্যা মামলার এক মাস অতিবাহিত হলেও মূল আসামী স্বামী মোসলেম সিকদার ধরা পড়েনি। এ মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার শেষ বিকেলে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শত শত নারী-পুরুষের উপস্থিতিতে মানববন্ধনে নিহত ফাতেমার দাদী নেছা বেগম, বোন শাফি বেগম, কাজল বেগম বক্তব্য রাখেন।
গত ২০ অক্টোবর দুপুরে নীলগঞ্জ ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামের বাসায় এক সন্তানের জননী ফাতেমাকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখে স্বামী মোসলেম সিকদার। পরবর্তীতে গ্রামের মানুষ বিষয়টি জানার পর ঝুলন্ত লাশ নামিয়ে স্ট্রোক করে মারা গেছে বলে প্রচার চালায়। প্রথমে পুলিশ থানায় ইউডি মামলা করলেও ২৩ অক্টোবর ফাতেমার বোন কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মোসলেম সিকদার, ফাতেমার সতীনের ছেলে আবু সায়েক সিকদার, সতীন হাজেরা বেগম ও রওশনা আরা বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলা দায়েরের পর থেকে ফাতেমার স্বজনদের হুমকি দেওয়া হচ্ছে বলে মামলার বাদী কাজল বেগম জানান। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে। কিন্তু মূল আসামী এখনো গ্রেফতার হয়নি বলে মানববন্ধনে উপস্থিত ফাতেমার স্বজনরা জানান।
এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, ফাতেমার গোটা পরিবারের নিরাপত্তার উদ্যোগ নেয়া হয়েছে। আসামিরা পলাতক থাকলেও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।