কলমাকান্দায় বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামালের মুক্তির দাবিতে বিক্ষোভ 

সংগৃহীত ছবি

সারা দেশ

কলমাকান্দায় বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামালের মুক্তির দাবিতে বিক্ষোভ 

  • কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ৬ ডিসেম্বর, ২০১৯

নেত্রকোণার কলমাকান্দায় বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এর নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। আজ শুক্রবার উপজেলা সদরের কলমাকান্দা পশ্চিম বাজারে সন্ধ্যায় পৌনে ৭টায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

মিছিল থেকে ব্যারিস্টার কায়সার কামাল এর মিথ্যা সাজানো মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপির নেতাকর্মীরা। অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে  বিভিন্ন স্লোগান দেওয়া হয়। 
মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান পাঠান বাবুল  । 

এ সময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.আব্দুল মতিন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, মহিলা দলের নেত্রী ও সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান কলি আক্তারসহ যুবদল, সেচ্ছাসেবক দল ছাত্রদল সংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads