নেত্রকোনা জেলার কলমাকান্দায় খারনৈ ইউনিয়ন বিএনপির সভাপতি ও লেংঙ্গুরা ইউনিয়ন যুবদলের সভাপতিসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার নিজ বাড়ি থেকে ওই ছয় নেতাকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন উপজেলার খারনৈ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. গেদু মিয়া (৫৫) ও একই ইউনিয়নের পালপাড়া গ্রামের বিএনপি নেতা মো. শাহআলম (৫৮), লেংঙ্গুরা ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মাকসুদুর রহমান বিপ্লব, কলমাকান্দা সদর ইউনিয়ন বিশরপাশা গ্রামের বিএনপি'র কর্মী মো. মঞ্জুরুল হক মঞ্জু (২৮), নাজিরপুর ইউনিয়নের বিএনপি'র কর্মী মো. সিদ্দিকুর রহমান ও পাঁচকাঠার মো. সুরুজ আলী (৫৫)।
এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম বলেন, আটককৃতদের আজ বুধবার দুপুরে বিস্ফোরক ও নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।