নেত্রকোনার কলমাকান্দায় বিএনপির কর্মী সহোদর ভাইসহ আট নেতাকর্মীকে আটক করেছে থানা পুলিশ।
গতকাল বুধবার ভোরে নিজ বাসা ও এলাকায় থেকে তাদের আটক করা হয়েছে।
আটককৃতরা হলো উপজেলার লেংঙ্গুরা ইউনিয়নর বিএনপির কর্মী সহোদর দুু’ভাই সুরুজ আলী ও ফিরোজ আলীসহ মো. বাবুল মিয়া, জালাল উদ্দীন, মো. গোলাপ, শহিদুল ইসলাম, মো. গোলাপ খান এবং কৈলাটি ইউনিয়নের লাল চান মিয়া।
কলমাকান্দা থানার ওসি মো. মাজহারুল করিম বলেন , আটককৃত নেতাকর্মীদের নামে কলমাকান্দা থানায় নাশকতার মামলা রয়েছে। আটককৃতদের বুধবার সন্ধ্যায় নেত্রকোনায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।