কয়েকদিনের ব্যবধানে অতি বৃষ্টিপাত ও পাশ্ববর্তী জেলা সুনামগঞ্জের পানি আসার কারণে নেত্রকোণার কলমাকান্দায় উব্দাখালী নদীর পানি ২৪ ঘন্টায় ৩৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমা দিয়ে পানি প্রবাহিত হচ্ছে । উপজেলার গ্রামীণ সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ার খবর পাওয়া গেছে।
এ প্রতিবেদন তৈরি করার পর্যন্ত পানি বৃদ্ধি অব্যাহত আছে। থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। উপজেলার খাল-বিল, ছড়া ও জলাশয়সমূহ পানিতে ভরে যাচ্ছে। উপজেলার গ্রামীণ সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ার খবর পাওয়া গেছে । বৃষ্টিপাত অব্যাহত থাকে ও পাহাড়ি ঢল আসে ফের তৃতীয়বারের মতো উপজেলায় বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ কলমাকান্দায় ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রের্কড করা হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পানি পরিমাপক (গেজ রিডার) মো. মোবারক হোসেন বলেন, গত ২৪ ঘণ্টায় অতি বর্ষণে কলমাকান্দার প্রধান নদী উব্দাখালী নদীর ডাক বাংলা পয়েন্টে ৩৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমা দিয়ে পানি প্রবাহিত হচ্ছে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত। দ্রুত গতিতে পানি বাড়ায় ফের বন্যার শঙ্কা রয়েছে কলমাকান্দায়।