নেত্রকোনা জেলার কলমাকান্দায় আজ সোমবার আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় এর উদ্যোগে ও পপি সিড্স প্রোগ্রাম এর সহযোগিতায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি কলমাকান্দা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভায় ‘সাম্য ও অভিন্ন যাত্রায় প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন ” এ প্রতিপাদ্য বিষয় আলোকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মো. ফখরুল ইসলাম ফিরোজ।