দুর্ঘটনা

কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ২ জুন, ২০২১

নানা বাড়িতে বেড়াতে গিয়ে নেত্রকোণার কলমাকান্দায় খালের পানিতে ডুবে তামিম হাসান নামের ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু খবর পাওয়া গেছে। শিশু তামিম হাসান কলমাকান্দা সদর ইউনিয়নের খাসপাড়া গ্রামে শামীম মিয়ার পুত্র। 

আজ বুধবার (২ জুন) সকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের দিলুড়া গ্রামের একটি খালে পড়ে শিশুটি মারা যায়।

শিশুর পরিবারের সাথে কথা বলে জানা যায়, বুধবার সকালে খেলতে খেলতে এক সময় নানা বাড়ির সংলগ্ন খালে পড়ে যায় তামিম। অনেক খোঁজাখুঁজির তার সন্ধান পাওয়া যায়নি। পরে তাকে খালের পানিতে ভাসতে দেখা যায়। 

পরে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. মৌসুমি করিম মৌরি তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads