করোনা ভ্যাকসিন নিল অগ্রণী পরিবার

সংগৃহীত ছবি

ব্যাংক

করোনা ভ্যাকসিন নিল অগ্রণী পরিবার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১২ ফেব্রুয়ারি, ২০২১

দেশব্যাপী করোনা ভ্যাকসিন প্রদান শুরু হওয়ার পঞ্চম দিন গত বৃহস্পতিবার ভ্যাকসিন গ্রহণ করেছেন অগ্রণী ব্যাংক পরিবারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সকালে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস এন্ড হসপিটালের টিকা কেন্দ্রে ভ্যাকসিন গ্রহণ করেন অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা পরিচালক ড. জায়েদ বখত, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ শামস-উলইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আনিসুর রহমান, চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো.মনোয়ার হোসেন এফসিএসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

করোনা ভ্যাকসিন গ্রহণের পর কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করেন নিজানিয়ে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শামস-উল ইসলাম বলেছেন, ‘নিজের পরিবার, সমাজ এবং দেশের স্বার্থে সবারই উচিত করোনা ভ্যাকসিন গ্রহণকরা। বাংলাদেশ প্রথম সারির কয়েকটি দেশের একটি যারা শুরুর দিকেই ভ্যাকসিন নিশ্চিত করতে পেরেছে। পৃথিবীর এখনও অনেক দেশ ভ্যাকসিন পায়নি; অনেক দেশ আছে তারা কবে নাগাদ ভ্যাকসিন পাবে সেটার নিশ্চয়তাই পায়নি। সেখানে বাংলাদেশ ভ্যাকসিন কার্যক্রম সারাদেশে সাফল্যের সঙ্গে পরিচালনাকরছে। দেশের মানুষকে সুরক্ষিত রাখতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টার ফলেই এটা সম্ভব হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads