করোনা আতঙ্কে প্রতিদিন ট্রাম্পের পরীক্ষা

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র

করোনা আতঙ্কে প্রতিদিন ট্রাম্পের পরীক্ষা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৮ মে, ২০২০

মহামারি করোনার আতঙ্কে আছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রতিনিয়ত বিধ্বংসি রূপ দেখেই চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যা পৌঁছেছে হোয়াইট হাউজ পর্যন্ত। এতে আক্রান্ত হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সহকারী।

আর এতেই উদ্বিগ্ন ট্রাম্প করিয়েছেন দ্বিতীয়বারের মতো করোনা পরীক্ষা। যা এখন থেকে প্রতিদিনই করবেন বলে জানিয়েছেন স্বয়ং নিজেই।

স্থানীয় সময় বৃহস্পতিবার ওভাল অফিস থেকে দেয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘সাবধানতার জন্য এখন থেকে প্রতিদিনই স্বাস্থ্য ও করোনা পরীক্ষা করাবেন তিনি। করোনা শনাক্তে সহকারীর দেহে আগের দফা পরীক্ষা ও যে পরীক্ষায় ভাইরাসের উপস্থিতি মিলেছে তার মধ্যে অনেক দিনের ব্যবধান ছিল।’

আক্রান্ত এ সহকারী যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্য। তার সঙ্গে মেলামেশার পরিমাণ খুবই কম ছিল বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। এসময় পরিস্থিতিকে খানিকটা অদ্ভূত বলেও অভিহিত করেন ট্রাম্প।

এছাড়া, সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে মহামারী মোকাবেলায় মার্কিনিদের লড়াকু মনোভাবেরও প্রশংসা করেন তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads