করোনা আতঙ্কে পশ্চিমবঙ্গের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

ফাইল ছবি

ভারত

করোনা আতঙ্কে পশ্চিমবঙ্গের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

  • আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত ১৪ মার্চ, ২০২০

করোনাভাইরাস আতঙ্কে সোমবার থেকে ভারতের পশ্চিমবঙ্গে সব সরকারি-বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসায় ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার।

প্রাথমিকভাবে ৩১ মার্চ পর্যন্ত স্কুল, কলেজ ও মাদরাসা বন্ধ রাখা হবে বলে জানা গেছে। তবে সূচি অনুযায়ী শেষ হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, ৩০ মার্চ বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। পাশাপাশি সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

ভারতে এখন পর্যন্ত করোনায় প্রায় ৮০ জন আক্রান্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে দুইজনের। তবে আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভয়। সংক্রমণ এড়াতে কলকাতার রাস্তাতেও প্রায় সবাই ব্যবহার করছেন মাস্ক। ঘনঘন ব্যবহার করছেন স্যানিটাইজারও। যতটা সম্ভব জমায়েত এড়ানোর চেষ্টা করছেন সবাই।

প্রশাসনের পক্ষ থেকেও একাধিক ব্যবস্থা নেয়া হয়েছে। এই পরিস্থিতিতে সোমবার থেকে রাজ্যের সব স্কুল, কলেজ ও মাদরাসায় ছুটি ঘোষণা করা হয়। এর আগে রাজধানী দিল্লিসহ বিভিন্ন জায়গায় ইতোমধ্যেই স্কুল ছুটির নির্দেশ দেয়া হয়েছে। বিভিন্ন রাজ্যে শপিংমল, সিনেমা হল, রেস্টুরেন্ট খোলার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

উল্লেখ্য, বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪১৬ জনে। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এক লাখ ৪৫ হাজারের বেশি মানুষ। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে প্রায় ৭১ হাজার জন। ইতোমধ্যে ভাইরাসটি পৌঁছে গেছে বিশ্বের ১৩৮টি দেশ ও অঞ্চলে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads