যুক্তরাষ্ট্রে করোনায় ২৩৭ জন অভিবাসী বাংলাদেশির মৃত্যু। যুক্তরাষ্ট্রে করোনায় আরো তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটির ৬ রাজ্যে ৪৯ দিনে অন্তত ২৩৭ জন অভিবাসী বাংলাদেশি মারা গেলেন।
সোমবার মৃত তিনজন হলেন- মোহাম্মাদ মাহবুবুল হক, নজরুল ইসলাম ও আবদুল হাফিজ। এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে সবচেয়ে বেশি বাংলাদেশির মৃত্যু হয়েছে। রাজ্যটিতে মারা গেছে ২১৭ জন।
এছাড়া নিউজার্সিতে ৮, মিশিগানে ৬, ভার্জিনিয়ায় ৩, মেরিল্যান্ডে ২ ও ম্যাসাচুসেটসে একজন বাংলাদেশি করোনায় মারা গেছেন। যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি বাংলাদেশি মারা গেছেন যুক্তরাজ্যে। সেখানে কমপক্ষে দেড়শ বাংলাদেশির মৃত্যু হয়েছে।