করোনায় বিশ্বের বিভিন্ন দেশে ৩০২ বাংলাদেশির মৃত্যু

সংগৃহীত ছবি

প্রবাস

করোনায় বিশ্বের বিভিন্ন দেশে ৩০২ বাংলাদেশির মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২২ এপ্রিল, ২০২০

প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জন বাংলাদেশি মারা গেছেন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে মঙ্গলবার পর্যন্ত মোট ১৭৯ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন।

এছাড়াও এ পর্যন্ত বিশ্বের মোট ১৩টি দেশে ৩০২ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে যুক্তরাষ্ট্রে ১৭৯ জন, যুক্তরাজ্যে ৭৯ জন, সৌদি আরবে ১৫ জন, ইতালিতে ৮ জন, কানাডায় ৬ জন, স্পেনে ৫ জন, কাতারে ৪ জন। এ ছাড়া সুইডেন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কেনিয়া, লিবিয়া ও গাম্বিয়ায় ১ জন করে বাংলাদেশি মারা গেছেন।

এদিকে বাংলাদেশে নতুন করে আরও ৩৯০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৩৭৭২ জনে। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা আকান্ত হয়ে মারা গেছেন আরও ১০ জন। এ নিয়ে মোট মৃত্যু হল ১২০ জনের।

বুধবার দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ৩০৯৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩৯০ জনের দেহে করেনা শনাক্ত হয়েছে। এছাড়া আরও ১০ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২০ জনে। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন আরও ৫ জন। মোট সুস্থ হযেছেন ৯২ জন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads