ভারতের দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হওয়ার পর হায়দরাবাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে ‘বাহুবলী’ খ্যাত এই অভিনেত্রীকে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, অভিনেত্রী তার আসন্ন ওয়েব-সিরিজের শুটিংয়ের জন্য হায়দরাবাদে ছিলেন। তখন শরীরে করোনাভাইরাসের লক্ষণ দেখা দিলে পরীক্ষা করানো হয়। এর পরই কোভিড-১৯ পজিটিভ আসে তার।
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পরেই হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তামান্না। আর প্রিয় অভিনেত্রীর এমন খবর প্রকাশ্যে আসার পরেই ভক্তরাসহ সবাই তার জন্য প্রার্থনা করতে শুরু করেছেন।
করোনা হওয়ার আগে
তামান্না ভাটিয়ার পরিবার ঘোষণা দিয়েছিলেন খুব শিগগির বিয়ের পিঁড়িতে বসছেন এ তারকা। তবে এ বিষয়ে নিজে এখনো কিছু বলেননি এই নায়িকা। কিছুদিন আগেই মুম্বাইতে বিলাসবহুল বাংলো কিনেছেন তামান্না ভাটিয়া। এবার সেই বাড়িতে সংসার পাতার কথা ভেবেছেন তিনি। তার জন্য নাকি পাত্র খোঁজা শুরু করেছেন তার মা রজনী ভাটিয়া। জানা গেছে, এই অভিনেত্রী তার বর খোঁজার ভার ছেড়ে দিয়েছেন বাবা-মায়ের ওপর। বাবা-মায়ের পছন্দেই বিয়ে করবেন তামান্না। তবে ফিল্ম ইন্ডাস্ট্রির কাউকে মালা পরাবেন না- এ বিষয়ে চূড়ান্ত জানিয়েছেন নায়িকা। একবার শোনা গিয়েছিল এক ডাক্তারের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। তবে সে বিষয়ে মুখ খোলেননি কখনোই। শুধু এই ডাক্তার সাহেবই নন, এর আগে ২০১৩ সালে পাকিস্তানি ক্রিকেটার আবদুল রাজ্জাকের সঙ্গে নাম জড়িয়েছিল তামান্নার।
এই ক্রিকেটারের সঙ্গে গয়নার দোকানেও দেখা গিয়েছিল তামান্নাকে। সে সময় রাজ্জাকের সঙ্গে তার বিয়েও হয়েছিল বলে শোনা যায়। তামান্না জানিয়েছেন, ওই গয়নার দোকানটি উদ্বোধন করতে তারা গিয়েছিলেন। সেখানেই তাদের আলাপ, বন্ধুত্ব। এর বেশি আর কিছুই নয়।
তামান্না ভাটের আগে বিয়ের ঘোষণা দিয়েছেন বাহুবলীর নায়ক প্রভাষ। ‘সাহো’ সিনেমার মুক্তির পরেই নাকি বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। তার বিয়ের খবর পুরনো না হতেই এই ছবির আরেক অভিনেত্রী তামান্না ভাটিয়া বিয়ের ঘোষণা দিয়েছেন।
তামিল ছবির জনপ্রিয় নায়িকা তামান্না ভাটিয়া। নতুন ছবি প্রকাশ করে আবারো আলোচনায় এসেছেন।
তামান্না ভাটিয়া মূলত তেলেগু ও তামিল ছবিতে অভিনয় করেন। ২০০৫ সালে চান্দ সা রোশন ছবির মধ্য দিয়ে বলিউডে পা রাখেন তামান্না।
তামান্না তেলেগু ও তামিল ছবিতে কাজ শুরুর আগে ইন্ডিয়ান আইডল-১ বিজয়ী অভিজিৎ সাওয়ান্তের ‘আপ্কা অভিজিৎ’ অ্যালবামের ‘লাফেজা মে’ নামের একটি গানে তাকে মডেল হিসেবে দেখা যায়।
তামান্না তেলেগু ও তামিল ছবিতে কাজ শুরুর আগে ইন্ডিয়ান আইডল-১ বিজয়ী অভিজিৎ সাওয়ান্তের ‘আপ্কা অভিজিৎ’ অ্যালবামে তামান্নার উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘অয়ন’, ‘পাইয়া, ‘সিরুথাই’।
তামান্নার অন্যান্য ছবির মধ্যে রয়েছে ‘রাছা’, ক্যামেরামান গঙ্গা থো রামবাবু, ‘থাডাকা’, আগাডু, ‘বাহুবলী : দ্য বিগিনিং’, ‘বেঙ্গল টাইগার’, ‘ওপিরি’ এবং ‘বাহুবলী ২ : দ্য কনক্লুশন’।
তামান্নার অন্যান্য ছবির মধ্যে রয়েছে ‘রাছা’, ক্যামেরামান গঙ্গা থো রামবাবু, ‘থাডাকা’, আগাডু, ‘বাহুবলী : দ্য বিগিনিং’, ‘বেঙ্গল টাইগার’, ‘ওপিরি’ এবং ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’।