মধ্যপ্রাচ্য

করোনায় আক্রান্ত ইরানের ২৩ এমপি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৩ মার্চ, ২০২০

ইরানের ২৩ জন এমপি’র শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে বলে জানিয়েছেন ইরানি পার্লামেন্টের ডেপুটি চেয়ারম্যান।

আজ মঙ্গলবার এক ঘোষণায় তিনি জানান, ২৯০ সদস্যের পার্লামেন্টে ২৩ জন করোনায় আক্রান্ত। ইরানে ব্যাপকভাবে করোনা ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে বেশ কয়েকদিন আগে পার্লামেন্ট স্থগিত করা হয়েছিল। বিবিসি পার্সিয়ানের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে মিডল ইস্ট আই।

প্রতিবেদনে বলা হয়, নিজেদের সংসদীয় আসনে আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে আসার মাধ্যমে সংক্রমিত হয়ে থাকতে পারেন ওই আইনপ্রণেতারা। করোনায় চীনের বাইরে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইরানেই। সেখানে এখন পর্যন্ত ৭৭ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads